চুলের যত্ন

চুল পড়া বন্ধ হয়ে ১ মাসেই গজাবে ঘন কালো চুল! রইল ম্যাজিকের মত কাজ করা ৩টি সিক্রেট টিপস

ঘন সুন্দর চুল কে না চায়! এই জন্য আজকাল সকলেই ঘন কালো চুল গজানোর (Hair Growth) উপায় খোঁজেন। ঘন চুল আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই চুল পড়তে থাকা এবং চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা গুলো থেকে মুক্তি পেতে আমরা নানান সমাধান খুঁজে বেড়াই। পুজোর আগে মাত্র এক মাসে ঘন চুল পেতে যে ঘরোয়া পদ্ধতি গুলি মেনে চলবেন। এই পদ্ধতি মেনে চললেই ১ মাসের মধ্যেই চুলের বাড় হবে চোখে পড়ার মত।

১ মাসের মধ্যেই চুল গজানোর সহজ উপায় : (Hair Growth tips)

১. আমলকীর তেল (Amla Oil) : চুলকে মজবুত করতে, এবং সেই সাথে চুল পড়া নিয়ন্ত্রণ করতে আমলকীর কোনো তুলনা নেই। এতে আছে প্রচুর ভিটামিন সি যা খুশকি নিয়ন্ত্রণ করে এবং চুল বাড়তে (Hair Growth) সাহায্য করে।

Amla Oil for new Hair Growth

উপকরণ:

১. আমলকীর পাউডার ১০০ গ্রাম
২. নারকেল তেল ২০০ গ্রাম
৩. ২ লিটার জল

পদ্ধতি:

প্রথমে আমলকী পাউডার জলে গুলে নিয়ে অল্প আঁচে ফোটান। জল ঘন হয়ে এলে, জল ছেঁকে একটা আলাদা জায়গায় রাখুন। এক্ষেত্রে কাঁচা আমলকীও ব্যবহার করতে পারেন।

ওই জলে নারকেল তেল দিয়ে আবার ফোটাতে থাকুন। যদি আমলকীর পাউডার ব্যবহার করেন, তাহলে ওই বেঁচে যাওয়া পাউডার ও জলে দিয়ে ফোটাবেন।

যখন তেল থেকে জল শুকিয়ে আসবে,তখন নামিয়ে নিন। তেলটি একটা এয়ার টাইট পাত্রে রেখে দিন। সপ্তাহে দুদিন এই তেলটি ব্যবহার করলেই ফলাফল আপনার চোখে পড়বে।

২. নিম তেল (Neem Oil) : নিমতেল যেমন একদিকে আপনার চুলের ভেঙ্গে যাওয়া আটকাবে তেমনি চুলের বৃদ্ধিতে সাহায্য করবে।

Neem Oil for new Hair Growth

উপকরন:

১. নিমের ফল
২. কিছুটা জল।

পদ্ধতি:

প্রথমে নিম ফলের দানা গুলো গুড়ো করে জলে ভিজিয়ে রাখুন। জল কিন্তু বেশী রাখবেন। প্রায় ৪৮ ঘণ্টা ভিজিয়ে রাখার পর দেখবেন জলের ওপরে তেল ভাসবে।

এবার তেলটা আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দিন। এই তেল সপ্তাহে দুবার ব্যবহার করলে চুল যেমন ঘন হবে তেমনি স্ক্যাল্পের সমস্যাও দূর হবে।

৩. পেঁয়াজের রস (Onion Juice) : পেঁয়াজের রস চুল গজানোর (Hair Growth) জন্য কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই বর্তমানে অনিয়ন অয়েল, অনিয়ন শ্যাম্পু বিশেষ জনপ্রিয়। কিন্তু এই সমস্ত প্রোডাক্টের থেকে এই ঘরোয়া পদ্ধতি আপনাকে অনেক বেশি উপকার দেবে। পেঁয়াজের রসে থাকে প্রচুর পরিমাণে সালফার যা স্কাল্পে চুল গজাতে সহায়তা করে। পাশাপাশি এটা খুব ভালো কেরাটিন ট্রিটমেন্ট হিসাবেও কাজ করে এবং স্ক্যাল্পে রক্তসঞ্চালন উন্নত করে।

onion juice for new Hair Growth

উপকরন:

১. ১টা পেঁয়াজ
২. একটু জল।

পদ্ধতি:

একটা পেঁয়াজ আগে একটু ব্লেণ্ড করে এর থেকে ভালো করে চিপে রস বার করে নিন। এবার এর সাথে জাস্ট একটু জল মেশান। মিশ্রণ স্কাল্পে ম্যাসাজ করে লাগান।

অন্তত মিনিট ১৫ এটা মাথায় রাখুন। তারপর শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুল গজানো থেকে চুল বৃদ্ধিতে পদ্ধতির জুড়ি মেলা ভার। তাই এটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন।

যাদের চুল বাড়ছে না বা ঘন হচ্ছে না তাদের জন্য এই ট্রিটমেন্ট গুলোই সবচেয়ে বেশি কার্যকরী। নিয়মিত ব্যবহার করলে আপনার পরিবর্তন সবার চোখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button