চুল উঠে টাক পরে যাচ্ছে? জেনে নিন চুল গজানোর যুগান্তকারী টোটকা

ছেলে হোক বা মেয়ে ঘন চুল সবারই পছন্দের। কিন্তু বর্তমানের দূষিত পরিবেশে চুল পড়া (hair fall problem) খুব সাধারণ একটা ঘটনা। অনেকের ক্ষেত্রেই দেখা যায় চুল পাতলা হয়ে যাচ্ছে। তো কারোর আবার পাতলা চুল পড়ে পড়ে মাথা ফাঁকা হওয়ার জোগাড়! এই সময় আপনার চুলের যত্ন কিভাবে নেবেন তার জন্য সঠিক পরামর্শ দেওয়ার কেউ থাকে না। তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি চুল পড়া বন্ধ করার যুগান্তকারী সমাধান (hair fall problem solution)। কি করবেন জেনে নিন-
আসলে বর্তমানের ব্যস্ত জীবনের মাঝে অনেকেই চুলের যত্ন নেওয়ার মত সময় টুকু পান না। তাছাড়া বাড়তে থাকা দূষণ আরও সময়সা বাড়িয়ে তুলেছে। তবে চিন্তা নেই প্রাকৃতিক উপায়েই এই সমস্যার সমাধান হতে পারে। চুল পড়া বন্ধ করার যুগান্তকারী সমাধান হলো লেবুর রস এবং নারকেল। এই দুটি জিনিস দিয়েই আপনি নিজের টাক পড়ার সমস্যার সমাধান করতে পারেন পাশাপাশি হেলদি চুল ও পেতে পারেন।
চুল পড়া বন্ধ করার জন্য টোটকা তৈরির উপকরণ (Hair Fall Problem solution) : এই টোটকার জন্য লাগবে,একটি গোটা পাতি লেবু এবং হাফ বাটি উষ্ম গরম তেল। ব্যাস এই দুই উপাদানেই তৈরী হয়ে যাবে চুল পড়া বন্ধ করার মত একটা দারুন টোটকা।
ব্যবহারের পদ্ধতি : এক্ষেত্রে স্নানের আগে একটি গোটা পাতি লেবুর রস ভালো করে সারা মাথায়, বিশেষ করে চুলের গোঁড়ায় লাগিয়ে নিন। পনেরো থেকে কুড়ি মিনিট পর একদম হালকা গরম নারকেল তেল মাথার তালু থেকে শুরু করে পুরো চুলে লাগান।তেল লাগানোর পর হাতের তালু দিয়ে ১০ মিনিট হেয়ার ম্যাসাজ করুন।
এভাবে একঘণ্টা রাখার পর ঠাণ্ডা জলে মাথা ধুয়ে নিন।তবে, ওইদিন শ্যাম্পু করবেন না তবেই ভালো ফল পাবেন। সপ্তাহে তিন দিন এটি করতে পারেন। এই পদ্ধতিতে আপনার টাক পড়া বন্ধ হবে, একইসাথে আপনার নতুন চুল গজাবে। এই পুজোয় চুল পড়ার চিন্তা থেকে একেবারে মুক্তি পাবেন এই পদ্ধতিতে।