পুজোর আগে বাড়িয়ে ফেলুন ত্বকের জেল্লা, রইল বাড়িতেই ৪টি চকলেট ফেসপ্যাক তৈরী ও ব্যবহার পদ্ধতি

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই দুর্গাপুজো। ইতিমধ্যেই পুজোর আমেজে মেতেছে গোটা বাংলা। একদিকে যেমন চলছে পুজোর কেনাকাটা তেমনি অন্যদিকে চলছে রূপচর্চার প্রস্তুতি। অনেকেই নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলতে চুলের ধরনের পরিবর্তন আনছেন আবার অনেকে ত্বকের যত্নে পার্লারে গিয়ে ফেসিয়ালে মত্ত। এই সময় যারা পার্লার যাওয়ার সময় বা সুযোগ পাচ্ছেন না তারা ঘরে বসেই পেতে পারেন উজ্জ্বল ত্বক। বাড়িতেই বানিয়ে ফেলুন চকলেট ফেসমাস্ক (Chocolate Facemask) যা আপনাকে দেবে উজ্জ্বল ত্বক।
১. চকোলেট এবং ক্লে ফেস মাস্ক (Clay Chocolate Facemask) : এক্ষেত্রে, ১/৪ কাপ কোকো পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ মুলতানি মাটি, ২ টেবিল চামচ দই, ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে মুখে এবং গলায় সমানভাবে লাগান। লাগিয়ে ২০ মিনিট পর সবটা শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করতে এই ফেস মাস্ক দারুণ কার্যকরী।
২. চকোলেট কলা ফেস প্যাক (Chocolate Banana Facemask) : এক্ষেত্রে ১ টেবিল চামচ কোকো পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ মধু, হাফ কাপ ম্যাশ করা কলা এবং ১ টেবিল চামচ দই একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে এবং গলায় লাগিয়ে নিন। কিছুক্ষণ পর মিশ্রনটি শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক একদিকে ত্বককে ময়েশ্চারাইজ করে পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তোলে।
৩. চকোলেট এবং ওটস ফেস প্যাক (Chocolate Oats Facemask) : এক্ষেত্রে হাফ কাপ কোকো পাউডারের সঙ্গে ৩ টেবিল চামচ ওটস, ১ চা চামচ হেভি ক্রিম এবং ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখে এবং গলায় সমানভাবে লাগান। ২০ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ডেড স্কিন সেল দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে।
৪. চকোলেট এবং ডিমের ফেস মাস্ক (Chocolata and Egg Facemask) : এটির জন্য হাফ কাপ কোকো পাউডারের সঙ্গে ১টি ডিমের কুসুম এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে মুখ ও গলায় ভাল করে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বককে তরতাজা রাখে পাশাপাশি আপনার ত্বক হয়ে ওঠে আরও বেশি উজ্জ্বল।