নজর কাড়া চুল পেতে কেমিক্যাল নয় প্রকৃতি উপাদানই সেরা! জেনে রাখুন হেনা ব্যবহারের উপকারগুলি

ঘন কালো চুলের (Long Black Hair) সখ কার না থাকে! কিন্তু কিভাবে তা পাওয়া যাবে সেই সম্পর্কে কোনো ধারণা নেই অনেকেরই। বিভিন্ন শ্যাম্পু, হেয়ার মাস্ক এর মাধ্যমে সবাই সুন্দর চুল পেতে চান। কিন্তু তা তো হয়ই না উল্টে এর মধ্যে থাকা কেমিক্যাল চুলকে আরও ড্যামেজ করে দেয়। তাই ঘন কালো চুল পাওয়ার সহজ ও প্রাকৃতিক উপায় হল হেনা (Henna)।
হেনা শুধু চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এমনটাই নয়। এটা চুলকে অনেক বেশি স্বাস্থ্যকর করে তোলে। এছাড়া আরও একাধিক উপকারিতা রয়েছে হেনা ব্যবহার করার। কিন্তু অনেকেই হয়তো হেনার উপকারিতা সম্পর্কে আজও অজানা। তাছাড়া পুরোনো দিনে চুলের যত্নে কেমিক্যালের বদলে হেনাই ব্যবহার করতেন ঠাকুমা দিদিমারা।
চলুন আজ আপনাদের হেনার উপকারিতা সম্পর্কে জানাই (Benifirs of using Henna) :
১. স্ক্যাল্প সুস্থ রাখে ( Henna for hair Scalp) : চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি হেনা স্ক্যাল্পকেও সুস্থ রাখে। হেনার অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ খুশকি, স্ক্যাল্পে জ্বালা, চুলকানি এবং অন্যান্য ছত্রাক সংক্রমণের মতো সমস্যাগুলি সারাতে পারে। পাশাপাশি মাথার ত্বকে নোংরা আর তেল, ময়লা জমতে দেয় না। যার ফলে স্ক্যাল্প সুস্থ থাকে।
২. চুল কন্ডিশন করে (Henna for conditioning hair) : হেনা চুল কন্ডিশনিং করার খেতেও দারুন উপকারী। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে পারে। ডিমের কুসুমের সঙ্গে হেনা পাউডার মিশিয়ে চুলে খানিকক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এতে চুল হবে কোমল ও উজ্জ্বল।
৩. চুল মজবুত করে (Henna for stronger hair) : হেনা চুল ফাটা ও চুল পড়ার সমস্যা দূর করে চুলকে মজবুত করে। এছাড়া হেনার প্রাকৃতিক গুণ চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। তাই চুল দ্রুত লম্বা করতে চাইলে হেনার গুঁড়ো কোনও এসেনশিয়াল অয়েল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগান। চুল মজবুত হবে এবং দ্রুত লম্বা হবে ।
৪. চুলের রঙ ধরে রাখে (Henna for hair color): অনেকেই চুলের রং সাদা হতে শুরু করলে বিভিন্ন হেয়ার কালার ব্যবহার করা শুরু করেন। যেটা চুল সাময়িকভাবে কালো তো করে দেয়, কিন্তু অনেক সময়েই চুলের ক্ষতিও হয়। এদিকে হেনা চুলের স্বাভাবিক রং ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয় আর অকালে চুল পেকে যাওয়া থেকে মুক্তিও দেয়।